বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত
ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টারের মধ্যকার সরাসরি ফ্লাইট ফেব্রুয়ারি থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে কবে নাগাদ আবার ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি বিমান।
রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের বিষয়টি জানানো হয়।