বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১ ১৪৩২, ২৫ রজব ১৪৪৭

ইসলাম

রূপার তাসবীহ কি পুরুষ ও নারী উভয়ের জন্য ব্যবহার করা জায়েয?

 প্রকাশিত: ১৭:৪০, ৮ জানুয়ারি ২০২৬

রূপার তাসবীহ কি পুরুষ ও নারী উভয়ের জন্য ব্যবহার করা জায়েয?

প্রশ্ন:আমার ছেলে বিদেশ থেকে আসার সময় একটি রূপার তাসবীহ এনেছে। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এ তাসবীহ আমি বা আমার স্ত্রী ব্যবহার করতে পারব কি?

উত্তর:না, রূপার তাসবীহটি আপনি বা আপনার স্ত্রী কারো জন্য ব্যবহার করা জায়েয হবে না। কেননা সোনা-রূপার তাসবীহ ব্যবহার করা নারী-পুরুষ কারো জন্যই জায়েয নয়।

* >الدر المختار< مع >رد المحتار< ৬/৩৪১ : (وكذا) يكره (الأكل بملعقة الفضة والذهب والاكتحال بميلهما) وما أشبه ذلك من الاستعمال، كمكحلة ومرآة وقلم ودواة ونحوها.

>رد المحتار< : (قوله وما أشبه ذلك إلخ) ومنه الخوان من الذهب والفضة، والوضوء من طست أو إبريق منهما، والاستجمار بمجمرة منهما، والجلوس على كرسي منهما، والرجل والمرأة في ذلك سواء.

–আলআজনাস, নাতিফী ২/৪০১; আলমুহীতুর রাযাবী ৫/১৪-১৫; আলইখতিয়ার ৪/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৪

মাসিক আলকাউসার