মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মহাসচিবের পক্ষে মনোনয়নপত্র নেন চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন।’
ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।