বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

২০ কোটি টাকার বেশি সব ঋণ যাচাই করা হবে: গভর্নর ‘শত কোটি টাকার’ অনিয়ম: কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক ২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন সিঙ্গাপুরেই হাদির অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে পরিবার: ইনকিলাব মঞ্চ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ জেআইসিতে ‘গুম-নির্যাতন’: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ হাদির জন্য এখন দোয়াই বেশি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের প্রতিশ্রুতি: ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক জোয়ার যুক্তরাষ্ট্রের অবরোধে পর ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীনের হাজারীবাগের হোস্টেলে এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু শিল্প শ্রমিকদের জন্য ‘প্রবাসী ফি` বাতিল করেছে সৌদি আরব ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘আগামী সপ্তাহে মায়ামিতে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া’

শিশু

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

 প্রকাশিত: ১৯:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২ টায় দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেরিত বার্তায় জানানো হয়, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার লক্ষ্মীতলা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান (৫৫) নামের এক জামায়াত নেতা ঘটনাস্থলেই নিহত হন। এসময় দুইজন পথচারী আহত হন।

নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাটি এলাকার বাসিন্দা। তিনি দিনাজপুর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আল-ফালাহ আম-এর পরিচালক ছিলেন।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন নবী সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আনিসুর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা আল-ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো. আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমান মোটরসাইকেলযোগে অফিসের কাজে ফুলবাড়ী উপজেলায় সংস্থার শাখা অফিসে গিয়েছিলেন। সেখানে অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে লক্ষ্মীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানের মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান। সাথে আহত দুজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই জন সদর উপজেলার লক্ষ্মীতলা গ্রামের শরিফ উদ্দিন(৫৬) ও মইনুল ইসলাম(৪২)।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. নুরুন নবী বলেন, দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই দিন পৃথক এক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক তারিনী বর্মন (৩৫) ও তার স্ত্রী ইতি বর্মন (২৮) এর মৃত্যু হয়েছে। 

দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, গতকাল বুধবার রাত ৯টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। তার স্ত্রী ইতি বর্মনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২ টায় তিনি মারা যান।

নিহত তারিনী বর্মন জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের পুত্র এবং নিহত ইতি রাণী বর্মন মহুগাঁও বাজারের একজন কসমেটিক্স ব্যবসায়ী। নিহত দুজন স্বামী-স্ত্রী। তাদের ঘরে ৩ বছর বয়সের একটি শিশু পুত্র রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের সাথে অজ্ঞাতনামা একটি ট্রাক্টরের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক তারিনী বর্মন ও তার স্ত্রী ইতি বর্মনকে আহত অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিনী বর্মনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী ইতি বর্মনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১২টায় ইতি বর্মন মারা যান।

নিহত তারিণী বর্মনের বৌদি মিনা রানী জানান, গতকাল বুধবার সন্ধ্যায় তারা স্বামী-স্ত্রী দুজন এক সাথে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে যায়। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কোমর রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্র্যাক্টর মোটরসাইকেলের উপরে উঠিয়ে দেয়। এতে তার দেবর তারিনি বর্মনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।