দিনাজপুরে শিশুদের মাঝে কম্বল বিতরণ
জেলায় শীতার্ত জনগোষ্ঠীর শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাড়ে ৩ হাজার পিস কম্বল বিতারণ করা হয়েছে।
আজ বৃহসপতিবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরের মিশন রোডস্থ শিশু একাডেমি মিলনায়তনে দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের মাঝে সাড়ে ৩ হাজার পিস কম্বল বিতরণ ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলার স্থানীয় সরকার বিভাগের পরিচালক উপ-সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার। তাদের পরিচর্যা ও সুন্দর জীবন গড়ে তোলার দায়িত্ব আমাদের।
ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিসি মো. ফয়জুর রহমান, যুব ফোরামের সহ-সভাপতি মো. আল মমিন, তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের কোষাধ্যক্ষ তহমিনা আক্তার চুমকি ও ইউএনডিসি’র সভাপতি আনোয়ারা বেগম সহ প্রমুখ।
শিশুদের পরিচর্যা এবং সুরক্ষা ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর পৌরসভার ৬৪৭ জন, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৭৯১ জন, চেহেলগাজী ইউনিয়নের ৭৩৪ জন, শেখপুরা ইউনিয়নের ৭২০ জন, শশরা ইউনিয়নের ৬০৮ জন শিশুসহ মোট সাড়ে ৩ হাজার শিশুর মাঝে প্রত্যেকে একটি করে শীতবস্ত্র উন্নতমানের কম্বল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী।