বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

জাতীয়

ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু

 প্রকাশিত: ১৩:৩১, ১৮ ডিসেম্বর ২০২৫

ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু

ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম ফের শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন। ভিসা সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়।

ওই বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকায় আইভিএসি–জেএফসি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারিত সব আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি নতুন স্লট দেওয়া হবে।

এদিকে বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে নয়াদিল্লির ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বুধবার তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা দুইটা থেকে বন্ধ হয়ে যায়।