ফিদইয়া দেওয়ার পর সুস্থ হলে কি রমযানের রোযা ক্বাযা করতে হবে?
প্রশ্ন: রমযানের অনেক আগ থেকেই আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। একেবারে শয্যাশায়ী হয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ কয়েক মাস দেশে চিকিৎসা চলতে থাকে। কিন্তু ক্যান্সার মারাত্মক রূপ ধারণ করার কারণে তেমন ফল পাওয়া যাচ্ছিল না। যেহেতু তখন তার রোযা রাখার সক্ষমতা একেবারেই ছিল না, তাই আমরা তার রমযানের রোযাগুলোর ফিদইয়া আদায় করে দেই। পরে দেশের বাইরে চিকিৎসা করানো হয়। আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আলহামদু লিল্লাহ এখন তিনি সুস্থ আছেন। হযরতের কাছে জানার বিষয় হল, আমরা তো তার রোযাগুলোর জন্য ফিদইয়া আদায় করে দিয়েছি, এখন কি তার জন্য রমযানের রোযাগুলো কাজা করা জরুরি?
উত্তর :আপনার বাবা যেহেতু পরবর্তীতে সুস্থতা ফিরে পেয়েছেন এবং এখন রোযা রাখতে সক্ষম, তাই পূর্বে তার পক্ষ থেকে যে ফিদইয়া আদায় করা হয়েছে, তা বাতিল হয়ে গেছে। এখন তার ওপর রমযানের রোযাগুলো কাযা করা জরুরি। পূর্বের আদায়কৃত ফিদইয়া এক্ষেত্রে নফল সদকা হিসেবে গণ্য হবে।
-বাদায়েউস সানায়ে ২/২৬৫; ফাতহুল কাদীর ২/২৭৬; জামিউর রুমুয ১/৩৬৭; আলবাহরুর রায়েক ২/২৮৬
মাসিক আলকাউসার