বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ জেআইসিতে ‘গুম-নির্যাতন’: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ হাদির জন্য এখন দোয়াই বেশি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ সুদানে ড্রোন হামলায় ৮ বাস্তুচ্যুত নিহত ট্রাম্পের প্রতিশ্রুতি: ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক জোয়ার ভোট কারচুপির অভিযোগে হন্ডুরাসে হাজারো মানুষের বিক্ষোভ হাজারীবাগের হোস্টেলে এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন শিল্প শ্রমিকদের জন্য ‘প্রবাসী ফি` বাতিল করেছে সৌদি আরব ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘আগামী সপ্তাহে মায়ামিতে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া’

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়: শিক্ষা উপদেষ্টা

 প্রকাশিত: ১৬:০২, ১৮ ডিসেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং এটি সমাজে অবদান রাখার জন্য অপরিহার্য। শিক্ষার প্রকৃত মূল্য কেবল পেশাগত সাফল্যেই নয়, বরং সমাজে অবদানের মধ্য দিয়েও পরিমাপযোগ্য।

আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের এমন স্নাতক প্রয়োজন, যারা শুধু পেশাগত ক্ষেত্রে উৎকর্ষ লাভ করবে না, বরং যারা প্রশ্ন করবে যে, তাদের সাফল্য সমাজের ওপর কী প্রভাব ফেলছে। আমরা এমন মানুষ চাই, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, যারা প্রতিষ্ঠানের শক্তি বাড়াবে, যারা সততার সঙ্গে নেতৃত্ব দেবে।

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, আপনি এখন দায়িত্বশীল নাগরিক। আপনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আপনার শিক্ষা কেবল ক্যারিয়ার গড়ার জন্য নয়, বরং একটি ন্যায়সঙ্গত এবং মানবিক সমাজ গড়ার জন্য ব্যবহার করুন। যারা আপনাদের আগে এসেছিলেন, তাদের উদাহরণ অনুসরণ করুন। জ্ঞান একটি শক্তি এবং সেই শক্তি সততার সঙ্গে ব্যবহার করা উচিত।

উপদেষ্টা শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং পরিবারের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সমাবর্তন অনুষ্ঠানে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সমাবর্তনপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।