‘শত কোটি টাকার’ অনিয়ম: কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘সন্দেহজনক লেনদেন’ মিলিয়ে শত কোটি টাকার বেশি অনিয়মের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদনের তথ্য সাংবাদিকদের দেন। শিগগির আদালতে তা উপস্থাপন করার কথা বলেন তিনি।
কামালের ‘অনিয়মের’ সঙ্গে তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খানের সম্পৃক্ততার প্রমাণ মামলার তদন্তে নেমে পাওয়ার দাবি করেছে সংস্থাটি।