ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চব্বিশের জুলাই আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আগামী ২৯ ডিসেম্বর এ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।
কাদের ছাড়া আর যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
সেখানে জুলাই আন্দোলন দমনে হত্যা, উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এখন ট্রাইব্যুনাল সব আনুষ্ঠানিকতা সেরে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচার কাজ।