পুলিশের চোখে ধুলো দিতে জামায়াত পরিচয়, কারাগারে কৃষকলীগ নেতা

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মুন্সী গ্রেফতার এড়াতে পুলিশের কাছে নিজেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে যাচাই-বাছাইয়ের পর পুলিশ জানতে পারে, তার এ দাবি সম্পূর্ণ মিথ্যা।
নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, রোববার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে আবুল কাসেমকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি নিজেকে জামায়াত কর্মী হিসেবে পরিচয় দিয়ে জানান, পাঁচ মাস আগে তিনি জামায়াতে যোগ দিয়েছেন।
তবে নান্দাইল উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বিষয়টি অস্বীকার করেছেন। উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, "আবুল কাসেম কখনোই আমাদের দলের কর্মী ছিলেন না। গ্রেফতার এড়াতে তিনি মিথ্যা দাবি করেছেন।"
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে জামায়াত কর্মী দাবি করলেও যাচাই-বাছাই করে তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে। আসলে তিনি নান্দাইল পৌর কৃষকলীগের সভাপতি এবং উপজেলা কৃষকলীগ কমিটির সদস্য।"
সোমবার (৫ মে) তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।