মঙ্গলবার ০৬ মে ২০২৫, বৈশাখ ২২ ১৪৩২, ০৮ জ্বিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় ইতালি

 প্রকাশিত: ২৩:০৬, ৫ মে ২০২৫

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় ইতালি

বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। দেশটি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। তিনি জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে ইতালি নতুন সহযোগিতা নীতির প্রস্তাব নিয়ে এসেছে।

সাক্ষাৎকালে দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়বিশেষ করে বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য-বিনিয়োগ প্রসঙ্গে।

মাত্তেও বলেন, “ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে, যারা খুব পরিশ্রমী এবং ইতালির সমাজে মিশে গেছে। আমরা এমন আরও বাংলাদেশি কর্মী চাই।”

তবে তিনি সতর্ক করে বলেন, “অনেক বাংলাদেশি বিপজ্জনকভাবে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করেন, যা গুরুতর সমস্যা। আমরা চাই, তারা বৈধ পথেই আসুক।”

তিনি আরও জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফরে আসতে পারেন, যাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসন বন্ধে এবং মানবপাচার প্রতিরোধে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, “অভিবাসীরা ভুক্তভোগী, কিন্তু সমস্যার মূল উৎস মানবপাচারকারী চক্র।”

উভয় পক্ষই বৈধ অভিবাসন নিশ্চিত করতে এবং অপরাধচক্র দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে।