সোমবার ০৫ মে ২০২৫, বৈশাখ ২২ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

কোরবানিতে সাড়ে ২০ লাখ পশু বেশি থাকতে পারে: ফরিদা

 প্রকাশিত: ১৭:৩৯, ৪ মে ২০২৫

কোরবানিতে সাড়ে ২০ লাখ পশু বেশি থাকতে পারে: ফরিদা

এবারের কোরবানির ঈদে চাহিদার তুলনায় সাড়ে ২০ লাখের বেশি পশু যোগান দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি এও বলেছেন, এ বছর গবাদিপশু আমদানি করার প্রয়োজন নেই।

কোরবানি উপলক্ষে রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “আমাদের দেশীয় উৎপাদিত যে গবাদিপশু খামারিরা করেন তা যথেষ্ট। এ বছরে কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদিপশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে।

“এবছর প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশুর উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।”

কোরবানির পশুবাহী ট্রাক যাতে ছিনতাইয়ের শিকার না হয়, সেজন্য পুলিশ, বিজিবি, জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগ গ্রহণ করছে জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ (নম্বর- ১৬৩৫৮) চালু থাকবে।”

ব্রিফিংয়ে বলা হয়, এবছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতায় ১৯টি পশুর হাটে পশুর প্রাথমিক চিকিৎসার জন্য ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম দেখভালের জন্য পাঁচটি কেন্দ্রীয় মনিটরিং টিম এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে দুটি বিশেষজ্ঞ মেডিকেল টিম থাকবে।

উপদেষ্টা ফরিদা জানান, কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এ বিশেষ ট্রেন চলবে।