বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

রাজনীতি

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ: মির্জা ফখরুল

 প্রকাশিত: ২৩:৫৭, ২৯ এপ্রিল ২০২৫

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে। ২৯ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনও নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেন। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

সরকারবিরোধী বক্তব্যে তিনি দাবি করেন, “স্বৈরাচার” শেখ হাসিনা জনগণের ওপর নির্যাতনের জন্য দেশত্যাগে বাধ্য হয়েছেন। তিনি শেখ হাসিনাকে ‘ডাইনি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ এমন কোনো অন্যায় নেই যা তারা করেনি। দেশের সর্বত্র তারা মানুষকে হয়রানি করেছে, হামলা-মামলায় জর্জরিত করেছে।

ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদী রাজনীতির চর্চাকারী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কারণ সাধারণ মানুষই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ আর কখনো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাইবে না।

এ সময় জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা—মির্জা ফয়সল আমিন, পয়গাম আলী, আব্দুল হামিদ ও মাহাবুব হোসেন তুহিন—উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের বক্তব্য দলীয় শৃঙ্খলা ও জনসমর্থনের প্রতি গুরুত্বারোপ করে ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়।