শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, পৌষ ১৯ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলায় ৮৮ ভিন্নমতাবলম্বীর মুক্তি নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী: রাশিয়া ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

লাইফস্টাইল

ফ্রিজে রাখা উচিত নয় যেসব খাবার

 প্রকাশিত: ১৬:৪৫, ২ জানুয়ারি ২০২৬

ফ্রিজে রাখা উচিত নয় যেসব খাবার

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি যন্ত্র। খাবার তাজা রাখা, সময় বাঁচানো এবং নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে ফ্রিজের জুড়ি নেই। তবে সব খাবারই যে ফ্রিজে রাখা নিরাপদ বা উপকারী—তা কিন্তু নয়। কিছু খাবার ভুলভাবে ফ্রিজে সংরক্ষণ করলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। জেনে নিন এমনই কয়েকটি খাবার সম্পর্কে, যেগুলো ফ্রিজে রাখা এড়িয়ে চলাই ভালো।

আলু-

আলু আমাদের প্রতিদিনের খাবারের গুরুত্বপূর্ণ অংশ। সেদ্ধ, ভাজা কিংবা ভর্তা—সব রূপেই জনপ্রিয় এই সবজি। তবে আলু কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ঠান্ডা তাপমাত্রায় আলুর স্টার্চ দ্রুত চিনিতে পরিণত হয়, ফলে রান্নার আগেই আলু শক্ত হয়ে যেতে পারে এবং স্বাদ বদলে যায়। আলু সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো রান্নাঘরের শুষ্ক ও ঠান্ডা নয়—এমন জায়গায় রাখা।

কলা-

ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালো হয়ে যায়। ঠান্ডা পরিবেশ কলার স্বাভাবিক পাকার প্রক্রিয়াকে ব্যাহত করে। কলা কিনে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে পাকানোই সবচেয়ে ভালো। এতে কলার পুষ্টিগুণ ঠিক থাকে এবং স্বাদও ভালো হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী এই ফলটি তাই ফ্রিজের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।

তরমুজ-

তরমুজ ঠান্ডায় সংরক্ষণ করলে দ্রুত পচে যেতে পারে। অনেকেই গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন, কিন্তু আস্ত তরমুজ ফ্রিজে রাখা মোটেও উপযোগী নয়। ঘরের তাপমাত্রায় এটি তুলনামূলকভাবে বেশি সময় ভালো থাকে। তরমুজ কেটে ফেললে দ্রুত খেয়ে ফেলা উত্তম।

পেঁয়াজ-

পেঁয়াজ এবং আলু একসঙ্গে রাখলে দুটিই দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পেঁয়াজের জন্য দরকার ভালো বায়ু চলাচল এবং শুষ্ক পরিবেশ। ফ্রিজের আর্দ্রতা পেঁয়াজকে নরম করে ফেলে এবং পচন ধরাতে পারে। তাই পেঁয়াজ সবসময় ফ্রিজের বাইরে আলাদা জায়গায় রাখুন।

কফি-

অনেকে কফিকে তাজা রাখতে ফ্রিজে রেখে দেন, কিন্তু এটি আদর্শ পদ্ধতি নয়। ফ্রিজের আর্দ্রতা ও অন্যান্য খাবারের গন্ধ কফির স্বাদ নষ্ট করতে পারে। কফি সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো হলো শুষ্ক, ঠান্ডা নয় এমন জায়গায় বায়ুরোধী পাত্র ব্যবহার করা।

সঠিকভাবে- খাবার সংরক্ষণ করলে যেমন স্বাদ বজায় থাকে, তেমনি পুষ্টিগুণও অক্ষুণ্ন থাকে। তাই ফ্রিজ ব্যবহার করার আগে জেনে নিন—কোন খাবার ঠান্ডা রাখার উপযোগী, আর কোনটি নয়।