কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের উদ্বেগে প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখার পর আবার খুলে দিয়েছে ইরান। আকাশপথ বন্ধ রাখার কারণে এয়ারলাইন্সগুলো কিছু ফ্লাইট বাতিল করতে, পথ পরিবর্তন করতে বা দেরি করতে বাধ্য হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ইরান বুধবার আন্তর্জাতিক সময় ২২১৫-তে ইরানমুখি ও দেশটি থেকে রওনা হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে সরকারি অনুমোদন সাপেক্ষে ছাড় দিয়ে বাকি সব আকাশযানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, ০৩০০ জিএমটিতে ওই বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয়। ফ্লাইটরাডার২৪ এর তথ্যে দেখা গেছে, এর কিছুক্ষণের মধ্যে ইরানের বিমান সংস্থা মহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট দেশটির ওপর দিয়ে চলতে শুরু করে।
ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ কবলিত ইরানে হস্তক্ষেপ করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতেই কয়েক ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখলো ইরান।
ইরান হঠাৎ করে আকাশসীমা বন্ধ করার পর ভারতের ইন্ডিগো, রাশিয়ার অ্যারোফ্লটসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা নিয়ে সমস্যার মুখোমুখি হয়।