শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

তেলের প্রবাহ নিয়ন্ত্রণে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ

 প্রকাশিত: ১৪:১৩, ৮ জানুয়ারি ২০২৬

তেলের প্রবাহ নিয়ন্ত্রণে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ

আটলান্টিক মহাসাগরে বুধবার ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত দুটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে একটি রাশিয়ার পতকা বহন করছিল। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে আমেরিকা মহাদেশে তেলের প্রবাহ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগ্রাসী পরিকল্পনার অংশ। তিনি ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারকে মিত্রে পরিণত হওয়ার জন্যও চাপ দিচ্ছেন।

শনিবার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ওপেকের সদস্য রাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটির দিকে যাওয়া ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞা কবলিত জাহাজগুলো অবরোধ জোরদার করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, তারা ভেনেজুয়েলার তেলের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রয়টার্স জানায়, বুধবার সকালে আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহ দীর্ঘ এক ধাওয়ার অবসান ঘটে। এ সময় মার্কিন কোস্টগার্ড ও দেশটির সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সেস আদালতের একটি জব্দ পরোয়ানা নিয়ে মারিনেরা নামের একটি তেলের ট্যাঙ্কার আটক করে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার পতাকা লাগানোর আগে গত মাসে এই ট্যাঙ্কারটি তাদের উঠতে বাধা দিয়েছিল।

রাশিয়ার একটি সাবমেরিন ও জাহাজ এর কাছাকাছি থাকায় এই জব্দের ঘটনা মস্কোর সঙ্গে পশ্চিমের আরও সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। রাশিয়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নিন্দা করেছে আর ইউক্রেইন যুদ্ধ নিয়ে ইতোমধ্যে তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে আছে।

জাহাজ জব্দের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ক্রেমলিন তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি। অবশ্য বুধবার রাশিয়ার সরকারি ছুটির দিন ছিল।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, “এটি একটি ভুয়া রাশিয়ার তেল ট্যাঙ্কার ছিল। নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তারা রাশিয়ার তেল ট্যাঙ্কার সাজার চেষ্টা করেছিল।”

বুধবার সকালে মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার অপরিশোধিত তেলবাহী আরেকটি ট্যাঙ্কার আটক করেছে। এটি পানামার পতাকাবাহী, নাম এম সোফিয়া। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার উত্তরপূর্ব উপকূল থেকে ট্যাঙ্কারটিকে আটক করা হয়।

গত কয়েক সপ্তাহের মধ্যে এটি মার্কিন বাহিনীর আটক করা চতুর্থ ট্যাঙ্কার। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-র রেকর্ড অনুযায়ী, ট্যাঙ্কারটি তেলে পুরোপুরি ভরা ছিল।

মারিনেরার আগের নাম ছিল বেলা-১। জব্দের সময় ট্যাঙ্কারটি খালি ছিল। যুক্তরাষ্ট্র বলছে, এটি ও এম সোফিয়া একটি ‘ছায়া বহরের’ অংশ আর এসব ট্যাঙ্কার ভেনেজুয়েলা ও ইরান থেকে আনা তেল পরিবহনে ব্যবহার করা হয়।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলছেন, “শুধুমাত্র আমেরিকার আইন ও জাতীয় নিরাপত্তার সাথে সংগতিপূর্ণ সামুদ্রিক জ্বালানি পরিবহনই অনুমোদিত হবে। যুক্তরাষ্ট্রের কর্তৃত্বে প্রতিষ্ঠিত বৈধ ও অনুমোদিত বাণিজ্যিক পথের মাধ্যমে ভেনেজুয়েলার জ্বালানি খাতের জন্য অসীম অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।”

আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, “মারিনেরার ক্রুরা জাহাজ জব্দ এড়াতে বেপরোয়া প্রচেষ্টা চালিয়েছে আর কোস্টগার্ডের আদেশ মানতে ব্যর্থ হয়েছে, তাই তাদের ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।“