বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের আশঙ্কা: ভারতের হামলা আসন্ন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি

 প্রকাশিত: ২২:৪১, ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানের আশঙ্কা: ভারতের হামলা আসন্ন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি

কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর প্রতিবেশী ভারতের কাছ থেকে সামরিক আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সোমবার ইসলামাবাদে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তান তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং পরিস্থিতির প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্তও গ্রহণ করেছে।

গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হন। ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবি জোরালো করেছে। ভারত দাবি করেছে, বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে। ইসলামাবাদ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

খাজা আসিফ আরও বলেন, “আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হব।” তবে আসন্ন ভারতীয় আক্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।