বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড

 প্রকাশিত: ১১:২৩, ১৭ এপ্রিল ২০২৫

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু ভিসাধারী শিক্ষার্থীর তথ্য জমা না দিলে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাতে পারে।  

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২৭ লাখ ডলারের দুইটি অনুদান বাতিল করা হয়েছে।

একইসঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষকে ৩০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু বিদেশি শিক্ষার্থীর অবৈধ ও সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

নোয়েম সরাসরি সতর্ক করে বলেন, যদি হার্ভার্ড তাদের রিপোর্টিং নীতিমালার পূর্ণ অনুসরণে ব্যর্থ হয়, তবে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে।

হার্ভার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সচেতন এবং আগের মতোই তাদের অবস্থান স্পষ্ট — তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তবে তাদের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার বিসর্জন দেবে না।

সম্প্রতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রো-প্যালেস্টাইনি প্রতিবাদ বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন একাধিক পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প এসব প্রতিবাদকারীদের পররাষ্ট্র নীতির জন্য হুমকি এবং হামাসের প্রতি সহানুভূতিশীল বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, প্রতিবাদকারীরা বলছে, তারা ফিলিস্তিনের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে এবং গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে ন্যায্য সমালোচনা করছে, যা কোনোভাবেই চরমপন্থার সমর্থন নয়।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে এবং শত শত শিক্ষার্থী ভিসা বাতিল করেছে।

নোয়েম আরও বলেন, ৫৩.২ বিলিয়ন ডলারের বিশাল তহবিল নিয়ে হার্ভার্ড চাইলে নিজের বিশৃঙ্খলা নিজেরাই সামলাতে পারে — হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তা করবে না। তিনি দাবি করেন, হার্ভার্ডে আমেরিকান বিরোধী এবং হামাসপন্থী মনোভাব বিস্তার লাভ করেছে।

এদিকে হার্ভার্ড প্রশাসন বলছে, তারা ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্য সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, পাশাপাশি একাডেমিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান জানাচ্ছে।