বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে ‘করার কিছু নেই’: পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন করবো, তবে কোন দল থেকে নিশ্চিত না: আসিফ মাহমুদ আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন, ‘অবরুদ্ধ’ অর্থ উপদেষ্টা দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প ভারতীয় সংবাদমাধ্যমের খবর: খালেদার জন্য হাসিনা ‘উদ্বিগ্ন’ প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে ৮০ জনের করোনা শনাক্ত

 প্রকাশিত: ১৫:৩৩, ৬ জুলাই ২০২২

চট্টগ্রামে একদিনে ৮০ জনের করোনা শনাক্ত

মহানগরীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৮০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর তেরো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে শহরের ৭৩ ও  চার উপজেলার ৭ জন। উপজেলার ৭ জনের মধ্যে বোয়ালখালীতে ৩, রাউজানে ২ ও হাটহাজারী এবং লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫৫৪ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯১১ এবং গ্রামের ৩৪ হাজার ৬৪৩ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৯ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনায় শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০টি নমুনার একটিতেও জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৮ নমুনায় শহরের একটিতে আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩৩ জনের পরীক্ষায়  ১৮ জনেরই পজিটিভ রেজাল্ট আসে।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৯ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় শহরের ৭টিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯ নমুনার মধ্যে শহরের ৪টিতে করোনার উপস্থিতি মিলেছে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনায় শহরের ২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনায় শহরের ১০ জন আক্রান্ত শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ২৯টি নমুনায় গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ নমুনা ও ল্যাব এইডের একমাত্র নমুনাটির রিপোর্ট নেগেটিভ আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১০ নমুনার মধ্যে শহরের ৩টিতে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৬ এন্টিজেন টেস্টে গ্রামের ২ জন সংক্রমিত বলে জানানো হয়।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ১১ দশমিক ৫৪ শতাংশ, চমেকহা’য় ৩১ দশমিক ৩৪, সিভাসু’তে ১২ দশমিক ৫০, আরটিআরএলে ৫৪ দশমিক ৫৪, শেভরনে ৬ দশমিক ৮৯, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩ দশমিক ৪২, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪৪ দশমিক ৪৪, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬ দশমিক ৩১, মেট্রোপলিটন হাসপাতালে ৩ দশমিক ৪৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩০ শতাংশ এবং চবি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাব এইডে ০ শতাংশ। এন্টিজেন টেস্টে আক্রান্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।