মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৬ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে ৮০ জনের করোনা শনাক্ত

 প্রকাশিত: ১৫:৩৩, ৬ জুলাই ২০২২

চট্টগ্রামে একদিনে ৮০ জনের করোনা শনাক্ত

মহানগরীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৮০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর তেরো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে শহরের ৭৩ ও  চার উপজেলার ৭ জন। উপজেলার ৭ জনের মধ্যে বোয়ালখালীতে ৩, রাউজানে ২ ও হাটহাজারী এবং লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫৫৪ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯১১ এবং গ্রামের ৩৪ হাজার ৬৪৩ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৯ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনায় শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০টি নমুনার একটিতেও জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৮ নমুনায় শহরের একটিতে আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩৩ জনের পরীক্ষায়  ১৮ জনেরই পজিটিভ রেজাল্ট আসে।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৯ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় শহরের ৭টিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯ নমুনার মধ্যে শহরের ৪টিতে করোনার উপস্থিতি মিলেছে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনায় শহরের ২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনায় শহরের ১০ জন আক্রান্ত শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ২৯টি নমুনায় গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ নমুনা ও ল্যাব এইডের একমাত্র নমুনাটির রিপোর্ট নেগেটিভ আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১০ নমুনার মধ্যে শহরের ৩টিতে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৬ এন্টিজেন টেস্টে গ্রামের ২ জন সংক্রমিত বলে জানানো হয়।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ১১ দশমিক ৫৪ শতাংশ, চমেকহা’য় ৩১ দশমিক ৩৪, সিভাসু’তে ১২ দশমিক ৫০, আরটিআরএলে ৫৪ দশমিক ৫৪, শেভরনে ৬ দশমিক ৮৯, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩ দশমিক ৪২, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪৪ দশমিক ৪৪, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬ দশমিক ৩১, মেট্রোপলিটন হাসপাতালে ৩ দশমিক ৪৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩০ শতাংশ এবং চবি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাব এইডে ০ শতাংশ। এন্টিজেন টেস্টে আক্রান্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।