কমেছে স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে ওই ধাতুর দর কমানো হয়েছে।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১৫ হাজার ৭৪৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১৬ হাজার ২১৩ টাকা।
এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয় দুই লাখ ৮৬ হাজার এক টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ নয় হাজার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
এর আগে ৩০ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ৯৯৯ টাকা কমিয়ে দুই লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমিয়ে দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ২০৬ টাকা কমিয়ে এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়।
২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়।
২৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সাত হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৫৭ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার সাত টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা পাঁচ হাজার ১৩২ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়।
২৭ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা চার হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা চার হাজার ৩১৬ টাকা বাড়িয়ে দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা তিন হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়।
২৬ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সাত হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা সাত হাজার ৫২৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার ৪১৫ টাকা বাড়িয়ে দুই লাখ ১০ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা পাঁচ হাজার ৪৮১ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ কমিয়ে নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৯০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ছয় হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে পাঁচ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে চার হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।