শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

অর্থনীতি

কমেছে স্বর্ণের দাম

 প্রকাশিত: ১৯:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

কমেছে স্বর্ণের দাম

টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে ওই ধাতুর দর কমানো হয়েছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১৫ হাজার ৭৪৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

 শনিবার (৩১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১৬ হাজার ২১৩ টাকা।

এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয় দুই লাখ ৮৬ হাজার এক টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ নয় হাজার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

এর আগে ৩০ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ৯৯৯ টাকা কমিয়ে দুই লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমিয়ে দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ২০৬ টাকা কমিয়ে এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়।

২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়।

২৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সাত হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে দুই লাখ ৫৭ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার সাত টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা পাঁচ হাজার ১৩২ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়।

২৭ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা চার হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা চার হাজার ৩১৬ টাকা বাড়িয়ে দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা তিন হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়।

২৬ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সাত হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনা সাত হাজার ৫২৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ছয় হাজার ৪১৫ টাকা বাড়িয়ে দুই লাখ ১০ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা পাঁচ হাজার ৪৮১ টাকা বাড়িয়ে এক লাখ ৭২ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ কমিয়ে নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৯০ টাকা। 

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ছয় হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে পাঁচ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে চার হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।