শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

খেলা

নিগার-মারুফার নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় বাংলাদেশের

 প্রকাশিত: ১৭:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

নিগার-মারুফার নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় বাংলাদেশের

অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরি ও পেসার মারুফা আক্তারের বোলিং  নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা ষষ্ঠ জয় পেয়েছে বাংলাদেশ দল। 

আজ সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় । 

গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্টও সুপার সিক্সে যোগ হয়েছে। 

নেপালের কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪২ বলে ৬৭ রানের সূচনা করেন বাংলাদেশ দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দলীয় ৬৭ রানেই বিদায় নেন দু’জনে। দিলারা ২৮ বলে ৩৯ ও জুয়াইরিয়া ২২ বলে ২২ রান করেন।

তিন নম্বরে নেমে ১৫ রানে থামেন শারমিন আক্তার। দলীয় ৮৬ রানে শারমিন ফেরার পর স্কটল্যান্ড বোলারদের বিপক্ষে তাণ্ডব চালান নিগার ও সোবহানা মোস্তারি। ৫২ বলে ১শ রানের জুটি গড়েন তারা। 

এই জুটিতে টি-টোয়েন্টি দশম হাফ-সেঞ্চুরির দেখা পান নিগার। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। ৭ চার ও ২ ছক্কায় ২৩ বলে ২০৪ স্ট্রাইক রেটে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সোবহানা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। 

১৯২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করে বড় ব্যবধানে পরাজিত হয় স্কটিশরা। 

৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মারুফা। এছাড়া স্বর্ণা আক্তার ২টি এবং নাহিদা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিগার। 

আগামী ১ ফেব্রুয়ারি সুপার সিক্সে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।