শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

 প্রকাশিত: ১৯:৪৩, ৩১ জানুয়ারি ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজায় কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার ভোরে হামাস পরিচালিত একটি পুলিশ স্টেশন, কয়েকটি অ্যাপার্টমেন্ট ও বাস্তুচ্যুত লোকজনকে আশ্রয় দেওয়া একটি তাঁবু এলাকায় হামলাগুলো চালানো হয়।

চিকিৎসা কর্মী ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির পশ্চিমে শেখ রাদওয়ান পুলিশ স্টেশনকে লক্ষ্যস্থল করে, এতে ১০ কর্মকর্তা ও বন্দি নিহত হন।

এদিকে গাজা সিটির আল শিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শেখ রাদওয়ান এলাকার পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। এতে শনিবার মোট নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

শিফা হাসপাতালের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গাজা সিটির এক অ্যাপর্টমেন্টে আরেকটি বিমান হামলা চালানো হয়, এতে তিন শিশু ও দুই নারী নিহত হন।

নিহত শিশুদের চাচা সামের আল-আতবাশ বলেন, “আমরা আমাদের ছোট তিন ভাতিজিকে রাস্তা পাই। তারা বলে ‘যুদ্ধবিরতি’। এসব শিশু কী করেছিল? আমরা কী করেছিলাম?”

ছিটমহলটির দক্ষিণাংশের খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু শিবিরে আরেক হামলায় সাতজন নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শুক্রবারের একটি ঘটনার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। এদিন ইসরায়েলি সেনারা রাফার একটি টানেল থেকে বের হয়ে আসা আট বন্দুকধারীকে শনাক্ত করে। তাদের মধ্যে তিনজনকে ইসরায়েলি বাহিনী হত্যা করে এবং চতুর্থ আরেকজনকে গ্রেপ্তার করে, যাকে ওই এলাকায় হামাসের একজন শীর্ষ কমান্ডার বলে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী।

হামাস এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে তারা।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি হামলাকারীরা চার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

গাজা থেকে বের হওয়ার ও ছিটমহলটিতে প্রবেশ করার প্রধান প্রবেশপথ রাফা সীমান্ত ক্রসিং দুই বছর ধরে চলা যুদ্ধের অধিকাংশ সময় বন্ধ থাকার পর রোববার ফের খুলে দেওয়ার কথা আছে। মিশরের সঙ্গে এই সীমান্ত ক্রসিংটি খোলার আগেরদিন গাজাজুড়ে এসব হত্যাকাণ্ড চালাল ইসরায়েল।