নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে তরুণকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে আটকের পর তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান।
তবে তদন্তের স্বার্থে এখনো তাদের পরিচয় জানানো সম্ভব হচ্ছে না, বলেন তিনি।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেনকে (২০) ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।
আরিফ কুতুবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি কারখানায় কাজ করতেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়িতে আসেন।
বৃহস্পতিবার বিকালে বাড়ির পেছনে এলাকার কয়েক যুবক ক্রিকেট খেলছিল। সেখানে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।
কিন্তু শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা আরিফের বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আকিল বলেন, “বিরোধের সময় আমার ভাই বাধা দিলে কয়েকজন তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও আমার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।”
ওসি মো. শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।