আল নাসরের হয়ে মৌসুমে ১৭তম গোল করলেন রোনাল্ডো
শুক্রবার সৌদি পেশাদার লিগের ১৮তম ম্যাচে বুরাইদাহর কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল খোলুদের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আল নাসরের হয়ে মৌসুমের ১৭তম গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচের প্রথম গোলটি করেন তিনিই।
এই গোলের মাধ্যমে রোনাল্ডো এখন মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেসের সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় সমান অবস্থানে আছেন। কুইনোনেস বৃহস্পতিবার আল হিলালের বিপক্ষে আল কাদিসিয়ার হয়ে নিজের ১৭তম গোলটি করেন।
শীর্ষ গোলদাতার দৌড়ে ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনি এক নম্বরে রয়েছেন, যিনি প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের খেলোয়াড় ছিলেন। চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৮।
৪০ বছর বয়সী রোনাল্ডো টানা দুই মৌসুমে সৌদি পেশাদার লিগের গোল্ডেন বুট জিতেছেন। পাশাপাশি তিনি ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলকের দিকেও ক্রমশই এগিয়ে যাচ্ছেন। বর্তমানে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৬১টি।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটে পর্তুগিজ সতীর্থ হুয়াও ফেলিক্স বক্সের বাম দিক থেকে একটি অ্যাসিস্ট করেন। মাঝখান থেকে ছুটে আসা রোনাল্ডো সহজেই আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান পাবলো কোজ্জানিকে পরাস্ত করে বল জালে পাঠান।
এর ছয় মিনিট পর ফরাসি সেন্টার-ব্যাক মোহামেদ সিমাকান আল নাসরের ব্যবধান দ্বিগুন করেন। এর আগে ২৭তম মিনিটে আল খোলুদের মিডফিল্ডার হাতান বাহব্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে তার দল ১০ জনে পরিণত হয়।
এরপরই রোনাল্ডোর বদলি হিসেবে আইমান ইয়াহিয়া মাঠে নামেন।
এর আগে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর আল-আওয়াল পার্কে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে আল নাসর ২-০ ব্যবধানে জয় পেয়েছিল। ওই ম্যাচে গোল করেছিলেন ইনিগো মার্টিনেজ ও সাদিও মানে। অফিসিয়াল কোনো ম্যাচে আল খোলুদের বিপক্ষে এখনো হারেনি আল নাসর।
রোনাল্ডো ও তার সতীর্থরা টানা তিন ম্যাচ জয়ের ধারায় রয়েছেন। এর আগে তারা তিনটি ম্যাচ হেরেছিল এবং একটি ড্র করেছিল।
বর্তমানে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে আল নাসরের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। চলতি মৌসুমে প্রতিটি দল মোট ৩৪টি ম্যাচ খেলবে।