শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

শিক্ষা

২৭তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের তথ্য

 প্রকাশিত: ১৭:২৫, ৩১ জানুয়ারি ২০২৬

২৭তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের তথ্য

২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি নিয়োগপ্রাপ্ত যে সকল কর্মকর্তা এখনও এই প্রশিক্ষণ গ্রহণ করেননি, জরুরি ভিত্তিতে তাদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

সহকারী পরিচালক এস.এম. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ২০০৫ সালের ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে গত ১৮ ডিসেম্বর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য আগামীকাল ১ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/JJnN9RjCPITAL5xB7 পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ ডিসেম্বর ৬৩৭ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, যারা এখনো বুনিয়াদি প্রশিক্ষণ পাননি। দেশের সকল সরকারি কলেজের অধ্যক্ষদের তাদের প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য যথাসময়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সরকারি কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন। 

উল্লেখ্য, দীর্ঘ আইনি জটিলতা নিরসন শেষে সম্প্রতি ২৭তম বিসিএস-এর এই সংখ্যক প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়