বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, মাঘ ১৬ ১৪৩২, ১০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে মানবাধিকার সুরক্ষার আহ্বান অ্যামনেস্টির আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ফের ৩ দিনের রিমান্ডে কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবারহ বাড়িয়েছে আদানি রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে ৩৮ জনের মৃত্যু ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড়ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন

 প্রকাশিত: ১১:২৩, ২৯ জানুয়ারি ২০২৬

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে দেশটির শীর্ষস্থানীয় একজন রাজনীতিকসহ পাঁচ জন মারা গেছেন বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমানটি বুধবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় খোলা মাঠে বিধ্বস্ত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। এই রাজ্যেই ভারতের আর্থিক রাজধানী মুম্বাই অবস্থিত। 

তিনি ভিএসআর এভিয়েশন পরিচালিত বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ উড়োজাহাজে ভ্রমণ করছিলেন।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, এক সহকারী ও দুই জন ক্রু সদস্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে অজিত পাওয়ারকে ‘জনগণের নেতা’ হিসেবে অভিহিত করেন।

মোদি বলেন, পাওয়ারের ‘অকাল প্রয়াণ’ ছিল ‘মর্মান্তিক ও বিস্ময়কর’। 

তিনি আরও বলেন, ‘শ্রী অজিত পাওয়ারজি ছিলেন জনগণের নেতা, তৃণমূল পর্যায়ে যার ছিল দৃঢ় সংযোগ।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ছিলেন ‘ব্যাপকভাবে সম্মানিত’ ও ‘পরিশ্রমী’ রাজনৈতিক ব্যক্তিত্ব।

মোদি বলেন, প্রশাসনিক বিষয়াবলিতে তার গভীর বোঝাপড়া এবং দরিদ্র ও অবহেলিতদের ক্ষমতায়নে তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। ডিজিসিএ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

অজিত পাওয়ার ছিলেন ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো (ভাইয়ের ছেলে)।