শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

রাজনীতি

সিরাজগঞ্জের পথে তারেক রহমান

 আপডেট: ১৪:২৯, ৩১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের পথে তারেক রহমান

নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তার গাড়ি বহর বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করে।

এদিন সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বক্তৃতা করবেন তারেক রহমান। এ জনসভা শেষে বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার আরেকটি নির্বাচনি জনসভা রয়েছে।

রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কালাম আজাদ জানান, তারেক রহমান সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়ার শাহজাহানপুর ও শেরপুর উপজেলায় পথসভায় যোগদান করবেন।

এদিকে বগুড়া ছাড়ার আগে হোটেল নাজ গার্ডেনের বলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ ( কাহালু- নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বলেন, “আমাদের নেতা বহুদিন পর কাছাকাছি থেকে মতবিনিময় করলেন এবং সকলের খোজ নিয়ে সতর্কতার সাথে ভোটে মনোযোগী হতে নির্দেশ প্রদান করেছেন।”

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেন, সদর বিএনপির সভাপতি মাখতুম রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক হিরু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান,

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২(শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩( আদমদীঘী- দুপচাঁচিয়া) আসনের প্রার্থী মুহিত তালুকার, বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের প্রার্থী মোর্শেদ মিল্টন।

নাজ গার্ডেনের কর্ণধার শোকরানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারম্যান সকালে নাস্তা সেরে হোটেল ত্যাগ করেছেন। উনার অবস্থানকালে নিরাপত্তাজনিত কারণে বাইরের কোনো অতিথি রাখি নাই।”

সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।

এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন। এরপর বৃহস্পতিবার রাজশাহী থেকে তিন দিনের নির্বাচনি সফর শুরু করেন তিনি।