বুধবার ২৮ জানুয়ারি ২০২৬, মাঘ ১৫ ১৪৩২, ০৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’ জামায়াত ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল: শফিকুর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে ৩৮ জনের মৃত্যু ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড়ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

অর্থনীতি

ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা

 প্রকাশিত: ১৬:০৬, ২৮ জানুয়ারি ২০২৬

ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন মাস পর ভারত থেকে ৫১০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। প্রতিকেজি চাল আমদানিতে খরচ পড়েছে ৫০ টাকা।

মঙ্গলবার রাতে ১৪টি ট্রাকে আসা এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন।

চাল আমদানিকারক প্রতিষ্ঠানের নাম- হাজী মুসা করিম অ্যান্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। এবার দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুযোগ দিয়েছে সরকার।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, গত বছরের নভেম্বরে এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ছয় হাজার ১২৮ টন।

এরপর ১৮ জানুয়ারি পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার; যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে আমদানি করা চাল বাজারজাত করতে হবে।

আমদানি করা চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শ্যামল কুমার।

তিনি বলেন, ভারত থেকে প্রতিকেজি চাল বেনাপোল বন্দর পর্যন্ত নিয়ে আসতে খরচ পড়েছে ৫০ টাকা; যা খোলা বাজারে ৫১ টাকা কেজি দরে বিক্রি হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, চারটি চালানে ৫১০ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। বন্দর থেকে চাল দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।