সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের মধ্যে সংঘর্ষে দলীয় নেতা নিহতের পর শেরপুর সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি রোববার সকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
২৮ জানুয়ারি শেরপুরে-৩ আসনের ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।
জামায়াতে ইসলামীর জেলা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রধান রেজাউল করিমের কবর জিয়ারত করবেন।
শফিকুরের আগমন উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে জনসভাস্থলের প্রস্তুতির কাজ চলছে। এ ছাড়া জনসভাকে সফল করার জন্য জেলাজুড়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দলের আমির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বলে নেতারা জানান।
এদিকে জামায়াতের এই নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে শেরপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।