শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, মাঘ ১৮ ১৪৩২, ১২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনি সহিংসতা: জানুয়ারিতে ৪ জনের মৃত্যু, আহত ৫০৯ বিএনপি ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করার মতো দল নেই: তারেক রহমান সংঘর্ষে নিহত নেতা: জামায়াত আমির শেরপুর যাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত কমেছে স্বর্ণের দাম আরো ৫৮ হাজার টন গম এল যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে ৩৭ হাজার সদস্য মোতায়েন, লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণ হত্যার ঘটনায় আটক ৩ ‘ট্রাম্প বলয়ে’ টিকটক, যুক্তরাষ্ট্রে অ্যাপ ডিলিটের হিড়িক! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, নেই স্মিথও, চমক রেনশ মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫ শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে মামলা, আসামি ৭ শতাধিক এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে দুই শতাধিক নিহত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে: ট্রাম্পের আশা

জাতীয়

সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র

 প্রকাশিত: ১৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬

সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা।

নানা সমালোচনার মুখে সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এ কার্যনির্বাহী সদস্য।

এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ হিসেবে তিনি বলছেন, ‘এভাবে’ পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হয়ে যাবে।

শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সর্বমিত্র বলেন, “শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা।

“শিক্ষার্থীরা বলেছে, ‘বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন।’ তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর পদত্যাগের বিষয়টি গঠনতন্ত্র সমর্থন করে না।

গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থি, তা জানতে চাইলে সর্বমিত্র বলেন, “পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নাই।”

ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর ‘খ ধারায় বলা হয়েছে, “কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।”

গত বছর ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন সর্বমিত্র।

দায়িত্ব নেওয়ার পর একের পর এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র।

সবশেষ সমালোচনায় পড়েন বিশ্ববিদ্যালয়ের মাঠে গত মাসে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করিয়ে।

সমালোচনার মুখে গত সোমবার ফেইসবুকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে তিনি সেদিন কোনো তথ্য দেননি।

দুই দিন পর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সর্বমিত্র বলেন, “আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু কাজ ‘পেন্ডিং’ রয়েছে। এসব কাজ শেষ করে দুইদিন পর পদত্যাগ করব।”

বুধবারের পর তিন দিন পার করে সর্বমিত্র বললেন, পদত্যাগ তিনি করছেন না।

একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর আগে সর্বমিত্র সমালোচনায় আসেন দুই মাসে আগে।

গত নভেম্বরে ক্যাম্পাস থেকে ‘অবৈধ’ দোকান উচ্ছেদে নেমে গভীর রাতে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর অভিযোগ ওঠে সর্বমিত্রের বিরুদ্ধে।

এছাড়া চলতি মাসে ক্যাম্পাসে ‘চাঁদাবাজির’ অভিযোগ নিয়ে ছাত্রদল ও বাগছাসের (বর্তমান জাতীয় ছাত্রশক্তি) সঙ্গে বিবাদে জড়ান তিনি।

এদিকে কান ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে শোকজ করার কথা জানান প্রক্টর সাইফুদ্দিন আহমদ।

সোমবার বিডিনিউজ টোয়িন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওর কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি। ব্যাখ্যা দিক তারপর।”

এ ঘটনায় ছাত্রদল ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। প্রক্টর তখন ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বমিত্র চাকমা এতদিন বাইরে ছিলেন। আমরা তার কাছে শোকজ নোটিশ পৌঁছাতে পারেনি। গতকাল আমরা তাকে অনলাইনে পাঠিয়েছি। এখন তিনি কী জবাব দেন দেখি।”

শোকজের বিষয়ে জানতে চাইলে সর্বমিত্র বলেন, “আমার কাছে শোকজ লেটার এসেছে। তবে এ ব্যাপারে আমি জবাব দেব না। আগে আমাকে শিক্ষার্থীদের ফোন চুরি, সাইকেল চুরি, নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনাগুলো সম্পর্কে জানাতে হবে। তখন আমি পদে থাকব কিনা জানি না। তবে আমি এসবের জবাব চাইব। তখন আমি ডাকসুর পদে নাও থাকতে পারি।”