বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা

 প্রকাশিত: ১৮:১২, ১৫ জানুয়ারি ২০২৬

অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের এ কথা জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমরা অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করে আসছি।

আন্দোলন চলমান থাকলেও রাষ্ট্রের পক্ষ থেকে বারবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সাধারণ মানুষ আজও তার কোনো বাস্তব ফল পায়নি। বিভিন্নভাবে আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে, ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়েছে।

মাসুম বিল্লাহ আরও বলেন, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে রাজপথে নামিনি।

কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।

তিনি জানান, এ প্রেক্ষাপটে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথেই অবস্থান করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সে সময়ও আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।