শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

হলফনামা: মামলায় এগিয়ে জামায়াতের রফিকুল, সম্পদে বিএনপির আকবর

 প্রকাশিত: ১৪:১৫, ৮ জানুয়ারি ২০২৬

হলফনামা: মামলায় এগিয়ে জামায়াতের রফিকুল, সম্পদে বিএনপির আকবর

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রার্থীদের মধ্যে মামলায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

আর সম্পদে এগিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

হলফনামার তথ্য অনুযায়ী, আকবর আলীর মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২১০ টাকা। এ ছাড়া তার স্ত্রীর নামে রয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৭৬৩ টাকার সম্পদ; যা আকবর আলীর চেয়ে এক কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা বেশি।

আকবর আলী শেয়ারের লভ্যাংশ, বাড়ি ভাড়া ও ব্যাংকের এফডিআর থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৮৮ লাখ ২৩ হাজার ২২২ টাকা। আর বাৎসরিক ব্যয় ৫১ লাখ ১০ হাজার চার টাকা। নগদ অর্থের পরিমাণ বলেছেন, এক কোটি ৪৩ লাখ ছয় হাজার ১৬২ টাকা এবং তার স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৬৯ টাকা।

এ ছাড়া স্ত্রীর নামে ৩০০ ভরি স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ২২ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।

বিগত দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের বিষয়ে আকবর আলী হলফনামায় বলেছেন, শিক্ষাখাতে ৮৫ শতাংশ, যোগাযোগ খাতে ৭৫ শতাংশ, সামাজিক উন্নয়নে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন করেছেন।

আকবর আলী হলফনামায়, অতীতে তার নামে ১৩টি ‘রাজনৈতিক মামলা’ থাকার তথ্য বলেছেন। এর মধ্যে ১২টি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে এবং একটির কার্যক্রম স্থগিত রয়েছে। প্রায় ৮৭ বছর বয়সী এই রাজনীতিক একজন আইনজীবী।

অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন এক কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮২৩ টাকা। স্ত্রীর সম্পদের মূল্য ২৫ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা।

হলফনামা অনুযায়ী, রফিকুল ইসলাম খানের দুই তোলা স্বর্ণের মূল্য ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর তিন ভরি স্বর্ণের মূল্য ২০ হাজার টাকা দেখানো হয়েছে। তিনি ব্যবসা ও বাড়ি ভাড়া থেকে বাৎসরিক আয় করেন ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা, বিপরীতে ব্যয় দেখিয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৫৫৫ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে নয় লাখ ৫৬ হাজার ৮১৫ টাকা।

এ ছাড়া ইসলামী ব্যাংকের ঢাকা মিরপুর পল্লবী শাখায় তার নামে জমা রয়েছে ৩৬ লাখ ৩০ হাজার ২৬৪ টাকা। আর স্ত্রীর নামে একই ব্যাংকের মিরপুর শাখায় রয়েছে ৫৭ হাজার ২৮১ টাকা।

রফিকুল ইসলাম খান তার হলফনামায় অতীতে ৯৩টি রাজনৈতিক মামলা থাকার তথ্য দিয়েছেন। এর অধিকাংশ রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার ও কয়েকটির কার্যক্রম স্থগিত রয়েছে। ৫৯ বছর বয়সী এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমএ।