শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জকসুতে কোন পদে কে জয়ী

 প্রকাশিত: ১১:৫৩, ৮ জানুয়ারি ২০২৬

জকসুতে কোন পদে কে জয়ী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল।

তাদের হাতছাড়া হয়েছে সম্পাদকীয় তিনটি পদ। এগুলোতে জয় পেয়েছেন ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেলেল প্রার্থীরা।

সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটি ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী এবং অন্যটি পেয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মো. রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে একই প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন।

জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের শীর্ষ তিন পদের মধ্যে ভিপি ও এজিএসে শিবিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব এবং এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল।

অপরদিকে জিএস পদে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। এ পদে শিবিরের আব্দুল আলিম আরিফ শুরু থেকেই বেশি ভোট পেয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে প্রায় ৬৬ শতাংশ ভোট পড়ে। শান্তিপূর্ণভাবে মঙ্গলবার ভোট শেষের পরে বুধবার রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

এর আগে মঙ্গলবার গভীর রাত থেকে পৃথকভাবে কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্র ও একমাত্র হল শিক্ষার্থী সংসদের ফল প্রকাশ করে জকসু ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন।

ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরার ভোট ২ হাজার ২২৩।

আর এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট আর ছাত্রদলের তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জয়ের ধারা জকসুতেও বহাল রাখল ছাত্রশিবির।

মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পাঁচটি ভবনের মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

বিজয়ী যারা

ভিপি: মো. রিয়াজুল ইসলাম (শিবির)

জিএস: আব্দুল আলিম আরিফ (শিবির)

এজিএস: মাসুদ রানা (শিবির)

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নূর নবী-৫৪০০ (শিবির)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল-৫৫২৪(শিবির)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন- ৪৪৮৬ (শিবির)

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ- ৪৪৭০- (শিবির)

আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম- ৪৬৫৪ (শিবির)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া-৪৫০১ (শিবির)

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম আহমেদ-৫৩৮৫ (ছাত্রদল)

ক্রীড়া সম্পাদক: মো. জর্জিস আনোয়ার নাঈম- ৩৯৬৩ (শিবির)

পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন-৪০২৩ (ছাত্রদল)

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান-৩৪৮৬ (শিবির)

পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব-৪৬৯৮ (ছাত্রদল)

সাত নির্বাহী সদস্য

ফাতেমা আক্তার: ৩৮৫১ (শিবির)

মো. আকিব হাসান: ৩৫৮৮ (শিবির)

শান্তা আক্তার: ৩৫৫৪ (শিবির)

মেহেদী হাসান: ৩৩৪৮ (শিবির)

মো. সাদমান আমিন (সাদমান সাম্য)-৩৩০৭ (ছাত্রদল)

মো. জাহিদ হাসান: ৩১২৪ (স্বতন্ত্র)

মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক: ২৯১৭ (শিবির)

** জকসুর ৭ নম্বর সদস্য পদে প্রথমে ছাত্রদল প্যানেলের প্রার্থী ইমরান হাসান ইমনকে নির্বাচিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করে শিবির প্যানেলের মেহেদী হাসানকে ৪ নম্বর নির্বাহী সদস্য ঘোষণা করা হয়।