হাদিকে নিয়ে বক্তব্য প্রত্যহার করে ক্ষমা চান: সিইসিকে ডাকসুর ভিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার তিন দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন সাদিক।
তিনি বলেন, “আমরা নিন্দা জানাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে-ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।
“আমরা অনুরোধ করবো প্রধান নির্বাচন কমিশনারকে- আপনি দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করেন। এবং জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন।”
সকালে গুলশানের এক অনুষ্ঠানে হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে মন্তব্য করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদীর একটা ঘটনা হয়েছে। আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময় ছিল।”
সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসির পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী, ইসি, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকে এ দেশের সব নাগরিক একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল ইলেকশনের জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার। এবং রাজনৈতিক দলও দায়িত্বশীল আচরণ করবে।”
দাবি বাস্তবায়নের আশ্বাস উপদেষ্টার
হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাদিক কায়েম।
• হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার
• দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার
• নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার
বৈঠকে শেষে দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ডাকসুর ভিপি যেসব দাবি জানিয়েছে তার প্রতিটি দাবি যৌক্তিক। দাবিগুলো এর আগেও কিছু কিছু…এগুলো আমাদের বেগবান করতে হবে। যৌক্তিক দাবিগুলো আমরা অবশ্যই অবশ্যই করবো।”
ওযসমান হাদীর জন্য দোয়া কামনা করে তিনি বলেন, “হাদি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, দোয়া করবেন।”
হাদিকে গুলিবিদ্ধকারী পালিয়ে গেছেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এগুলোর ক্ষেত্রে আমরা পরে কথা বলবো। ”
দেশে আছে নকি পালিয়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, “সব কিছু তো এখানে বলা যাবে না ”
গণকমিটি পাড়ায় মহল্লায়, সহায়তায় আইন শৃঙ্খলাবাহিনী
বৈঠকের বিষয়ে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, গণকমিটি করার বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা সবাই একমত হয়েছে, সবাই ঐকবদ্ধ।
“সম্মিলিত কর্মসূচির পাশাপাশি পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষায় যেন গণকমিটি গঠন করি। এ কমিটির মাধ্যামে খুনি হাসিনা ও ফ্যাসিবাদের দোসর, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের আইডেন্টিফাই করে তাদের যেন থানায় দেওয়া হয়। এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।”
গণকমিটিকে আইন শৃঙ্খলাবাহিনী সহায়তা করবে বলে জানিয়েছেন সাদিক।
তিনি বলেন, “সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলাবাহিনী সার্বিক সহযোগিতা করবে। খুনি হাসিনা ও সন্ত্রাসীদের যে দিল্লি আশ্রয় দিচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে সম্পর্ক রয়েছে তা পুনর্বিবেচনা করতে হবে।”
এ সময় সন্ত্রাসীদের জামিনের সমালোচনা করেন ডাকসু ভিপি।
তিনি বলেন, “বড় অঙ্কের টাকার বিনিময়ে কথিত ফ্যাসিস্টদের মামলাগুলো প্রত্যাহরের জন্য, জামিনের জন্য কাজ করছে আইনজীবীরা। তাদের হুঁশিয়ার করছি, এ সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদের সামাজিকভাবে বয়কট করব, তাদের তালিকা সামাজিকভাবে জানিয়ে দেব।”
‘ঐকবদ্ধভাবে এগিয়ে যাবেন’ জানিয়ে সাদিক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে তিন দফা কার্যকর না হলে রাজপথে নেমে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেছেন সাদিক।