রোববার ০৪ মে ২০২৫, বৈশাখ ২১ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে

 প্রকাশিত: ০৫:২২, ৪ মে ২০২৫

পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরো আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় শনিবার রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে জানান, আজ রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভয়াবহ আগুনের সূত্রপাত ভবনের টপ ফ্লোরের টিনশেড ঘর থেকে হলেও তা ওই বহুতল ভবনের নিচতলাগুলোতে ছড়িয়ে পড়ার আগেই সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের বাসিন্দারা খুব আতংকে ছিলেন।