কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরবেন। তিনি আগামী ৫ মে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ তথ্য জানান। তিনি বলেন, "বেগম খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নিয়েছেন এবং এখন আগের তুলনায় অনেক সুস্থ বোধ করছেন, তাই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।"
মির্জা ফখরুল বলেন, "আমরা আশা করছি, বেগম খালেদা জিয়া কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। তবে এই সময় নির্ভর করছে বিভিন্ন দেশের পরিস্থিতির ওপর, তাই আমরা যখন নিশ্চিত হবো, তখন গণমাধ্যমের মাধ্যমে সেই তথ্য জানাবো।"
তিনি নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমরা আশা করি, আমাদের নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশের মানুষ প্রস্তুত রয়েছে। আমাদের দলের নেতাকর্মীদের কাছে আবেদন থাকবে, তারা শৃঙ্খলা সহকারে এবং যানজট সৃষ্টি না করে তাকে অভ্যর্থনা জানাবেন।"
এছাড়া, মির্জা ফখরুল জনগণের প্রতি আহ্বান জানান, "তিনি আসার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে অভ্যর্থনা জানানো হবে। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সহায়তা করবেন এবং তাদের নেত্রীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসবেন।"
বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ১৯৭১ সালে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ সময় পাক সেনাদের হাতে বন্দী ছিলেন।"
তিনি বলেন, "বেগম খালেদা জিয়া আমাদের জন্য শুধুমাত্র প্রিয় নেত্রী নন, তিনি আমাদের বড় সম্পদ।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সামছুল রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।