রোববার ০৪ মে ২০২৫, বৈশাখ ২১ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

শোক বার্তা: আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি

 প্রকাশিত: ২২:১৭, ৩ মে ২০২৫

শোক বার্তা: আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের শোক: আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি

চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মাদরাসা শিক্ষা সংস্কারের অগ্রদূত, বরেণ্য আলেম আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এক শোক বার্তায় তিনি বলেন, “আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন এবং তার অসংখ্য ছাত্র ও শিষ্য দেশের বাইরে দ্বিনের খেদমতে নিয়োজিত রয়েছেন।”

ধর্ম উপদেষ্টা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী ২ মে দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ৮৬ বছর বয়সী ছিলেন।