বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫: সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫: বাংলাদেশের সূচকে ১৬ ধাপ উন্নতি
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
এবারের দিবসের স্লোগান ছিল, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।
৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ১৪৯তম। ২০২৪ সালের সূচকে ছিল ১৬৫তম (স্কোর ২৭.৬৪), এবং ২০২৩ সালে ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ১৫০-এর মধ্যে জায়গা করে নিয়েছে।
আরএসএফের এই বছরের সূচকে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম।
দিবসটি পালনকালে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণের পাশাপাশি, সাংবাদিকদের ত্যাগ এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।