ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজউকের কঠোর পদক্ষেপ, দুই এলাকায় পৃথক অভিযানে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ মঙ্গলবার তাদের জোন ৩ ও জোন ৭ এর আওতাধীন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই অভিযানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে বিভিন্ন ভবন মালিককে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২১টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুনের নেতৃত্বে পরিচালিত প্রথম মোবাইল কোর্টটি উত্তর ও দক্ষিণ পীরেরবাগ এলাকায় ১৬টি নির্মাণাধীন ও ১টি নির্মিত ভবনে অভিযান চালায়। অভিযানে ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গের অভিযোগে ১৩টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৪টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। এছাড়াও, রাজউকের অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ অপসারণ করা হয় এবং ভবন মালিকদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে, ভবন মালিকরা ভবিষ্যতে অনুমোদিত নকশার ব্যত্যয় না করার বিষয়ে অঙ্গীকারনামা দেন। মোবাইল কোর্ট চলাকালে তিনটি ভবনে উচ্চ আদালতের রিট থাকায় সেগুলোর বিষয়ে আইন শাখার মাধ্যমে সাত দিনের মধ্যে নিষ্পত্তির জন্য বলা হয়েছে। এছাড়া, একটি নির্মিত ভবনের নীচের অবৈধ দোকান অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট দক্ষিণ কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি রোড এলাকায় ৮টি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৭টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং নকশার বাইরের অংশ অপসারণ করা হয়। আদালত ভবন মালিকদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করে এবং ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে ভবিষ্যতে নকশার ব্যত্যয় না করার অঙ্গীকারনামা গ্রহণ করে।