বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয়

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত

 প্রকাশিত: ০০:৪৭, ২২ এপ্রিল ২০২৫

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

একইসঙ্গে গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। র‍্যাব বলছে, নিহত তরুণ মাদক কারবারি ছিলেন।  

সোমবার (২১ এপ্রিল) বিকেলে আগৈলঝাড়া উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত সিয়াম মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে।  

আহত রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক জানান, তাদের একটি দল মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় ওই দলের ওপর হামলা হয়। এতে র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা গুলি করেন। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।  

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাব সদস্যরা অভিযানে যান। তখন মাদক কারবারিদের সঙ্গে প্রথমে হাতাহাতি হয়। এ সময় র‌্যাব সদস্যরা আহত হন। পরে আত্মরক্ষার্থে গুলি করেন।  

তি‌নি ব‌লেন, এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।