পুলিশের ওপর হামলা, টুঙ্গিপাড়ায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন জানান, টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকা এবং পাটগাতী বাজারের সোনালি ব্যাংকের সামনে থেকে বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মৃধা ও পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গীপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যাড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বাধে। সেখান থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করে সেনাবাহিনী। পরে ওই ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৩৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় এসআই রাব্বি মোরসালিন একটি মামলা দায়ের করেন।
এসআই মনির হোসেন বলেন, “আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
“বুধবার টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে পান্না মৃধাকে এবং পাটগাতী বাজারের সোনালি ব্যাংকের সামনে থেকে মাসুদ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।”