মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

নেত্রকোণায় ২০২১ সালে ২৬১ জনের অস্বাভাবিক মৃত্যু

 প্রকাশিত: ১৯:০১, ১২ জানুয়ারি ২০২২

নেত্রকোণায় ২০২১ সালে ২৬১ জনের অস্বাভাবিক মৃত্যু

২০২১ সালে নেত্রকোণায় ২৬১ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হত্যাকাণ্ড, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে এসব মৃত্যু হয়েছে। অধিকাংশ অস্বাভাবিক মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
আজ বুধবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের সূত্র মতে, জেলার ১০টি উপজেলায় ২০২১ সালের জানুয়ারি মাসে ১১টি, ফেব্রুয়ারি মাসে ১২টি, মার্চ মাসে ২৮টি, এপ্রিল মাসে ২১টি, মে মাসে ২৫টি, জুন মাসে ২৩টি, জুলাই মাসে ২৭টি, আগস্ট মাসে ২৯টি, সেপ্টেম্বর মাসে ৩০টি, আক্টোবর মাসে ১৬টি, নভেম্বর মাসে ২০টি এবং ডিসেম্বর মাসে ১৯টি অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

তবে সচেতনদের মতে, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বেসরকারিভাবে আরো বেশি। সাধারণত প্রত্যন্ত এলাকায় সড়ক দুর্ঘটনায়,  পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে কেউ মারা গেলে পুলিশি হয়রানি ও ময়নাতদন্তে কাটাছেঁড়ার ভয়ে অনেকেই প্রশাসনকে না জানিয়ে লাশ দাফন করেন। এসব মৃত্যু সরকারি নথিভুক্ত হয় না।

 নেত্রকোণা জেলা শাখার সদস্য আলপনা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষ, জেলা পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সব ধরনের যানবাহন চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। দক্ষ গাড়িচালক তৈরির পাশাপাশি রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় সেসব নিয়ম সম্পর্কে তাদের সচেতন করতে হবে।

আরো বলেন, অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ও মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যেন সবাই মেনে চলে সে জন্য ট্রাফিক বিভাগকে আরো সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

নেত্রকোণা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন বলেন, আমরা বাস, ট্রাকচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ চালক-হেলপার ও পথচারীদের নিজ নিজ স্থান থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।