শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার ২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আগাম পোস্টার সরিয়ে ফেলুন, দলগুলোকে সিইসি পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দৃষ্টান্তমূলক রায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের ‘মানবতাবিরোধী অপরাধ’: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

শিশু

কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ

 প্রকাশিত: ১৪:২৭, ৮ নভেম্বর ২০২৫

কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ

পটুয়াখালী, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণ হলেও এটিকে অর্থনৈতিকভাবে সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিএনপি  ক্ষমতায় আসলে এর উদ্যোগ নেয়া হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, ‘পায়রা পোর্টে কয়লা ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয় না। ইপিজেডটি কলাপাড়ায় স্থাপন করা হলে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পেত।’

তিনি আরও বলেন, ‘পর্যটন কেন্দ্র কুয়াকাটায়ও পর্যটন কর্পোরেশনের কোনো বড় ধরনের বিনিয়োগ নেই। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন এবং শিল্প স্থাপনে গ্যাসলাইন সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

এসময় বক্তব্য দেন এটিএন বাংলা, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান পরিচালনা করেন এখন টিভির প্রতিনিধি জসীম পারভেজ।

এর আগে মোশাররফ হোসেন ফোরামের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।