বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার ২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আগাম পোস্টার সরিয়ে ফেলুন, দলগুলোকে সিইসি পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দৃষ্টান্তমূলক রায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের ‘মানবতাবিরোধী অপরাধ’: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

আন্তর্জাতিক

ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার

 প্রকাশিত: ১৭:০৪, ১৩ নভেম্বর ২০২৫

ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার

গাজা যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরাইলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ইসরাইলি বন্দিদের ফেরত আনার পর তিনি এ ঘোষণা দিলেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডারমার কয়েক মাস ধরে গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেন। এর ফলে ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা পদত্যাগপত্রে ডারমার লেখেন, ‘৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী দুই বছরের যুদ্ধ পরিচালনার বিষয়টিকে কেন্দ্র করে এই সরকারকে সংজ্ঞায়িত করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুই বছর পর আমরা ইরানের সন্ত্রাসী অক্ষকে ভয়াবহভাবে আঘাত করেছি এবং এখন নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ যুগের সূচনায় শক্ত অবস্থানে রয়েছি।’

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরকে ১৯৪৮ সালে ইসরােইল প্রতিষ্ঠার পর থেকে ‘ইহুদি জনগণের জন্য সবচেয়ে অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করেন।

ডারমার বলেন, ‘আমার ভবিষ্যৎ কী, আমি জানি না। তবে আমি এটুকু জানি: আমি যা-ই করি না কেন, ইহুদি ভবিষ্যৎ সুরক্ষায় আমার ভূমিকা পালন করে যাব।’

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চলমান আলোচনায় প্রধান আলোচক হিসেবে থাকবেন কি না, এ বিষয়ে ডারমার তার পদত্যাগপত্রে কিছু উল্লেখ করেননি।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু  ইসরাইল রাষ্ট্রকে ‘অসাধারণ সহায়তা’ করার জন্য ডারমারকে ধন্যবাদ জানান।

নেতানিয়াহু লেখেন, ‘আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনার আরও অনেক কিছু দেওয়ার আছে।’

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে এবং ২৪ জন মৃত বন্দির মরদেহ ফেরত দিয়েছে। চারটি মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।