মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

শিশু

মাগুরায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 প্রকাশিত: ২০:০৭, ১১ নভেম্বর ২০২৫

মাগুরায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরার মহম্মদপুরে নিম্নমানের ও অননুমোদিত শিশুখাদ্য সরবরাহ, বিক্রিসহ নানা অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার যশোবন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়। 

অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

অভিযানে স্কুল ও মাদ্রাসার আশপাশের দোকানগুলোতে বিক্রি হওয়া শিশুখাদ্য, মুদিপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য তদারকি করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযানকালে বড়রিয়া এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের গাড়ি তল্লাশি করে প্রচুর পরিমাণ নিম্নমানের, অননুমোদিত ও নকল শিশুখাদ্য জব্দ করা হয়। শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খাদ্য সরবরাহের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বিনোদপুর এলাকার মেসার্স রাজ ট্রেডার্সের গাড়িতেও একই ধরনের শিশুখাদ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, মেসার্স জাফর স্টোর নামের একটি খুচরা দোকানকে এসব শিশুখাদ্য স্কুল ও মাদ্রাসার বাচ্চাদের কাছে বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে বিক্রয় এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।