বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ

 প্রকাশিত: ১৩:৫৯, ১৩ নভেম্বর ২০২৫

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে বলে জানান বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন।

এদিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেওয়ার সময়ের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের বেদীতে তেল জাতীয় কিছু একটা ছিটিয়ে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।

বরগুনা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকন রাসেল বলেন, “ঘটনাস্থলের চারদিকে সকল সরকারি দপ্তর। এর মধ্যে এরকম একটা ঘটনা নিন্দনীয়। আমরা এর সঠিক তদন্ত-পূর্বক দোষীদের শাস্তির দাবি জানাই।”

এ বিষয়ে ওসি ইয়াকুব হোসাইন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”