বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার ২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আগাম পোস্টার সরিয়ে ফেলুন, দলগুলোকে সিইসি পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দৃষ্টান্তমূলক রায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের ‘মানবতাবিরোধী অপরাধ’: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

খেলা

শান্তর সেঞ্চুরির পর সিলেটে জয়ের পথে বাংলাদেশ

 প্রকাশিত: ১৭:৫৭, ১৩ নভেম্বর ২০২৫

শান্তর সেঞ্চুরির পর সিলেটে জয়ের পথে বাংলাদেশ

সিলেট টেস্টে বড় জয়ের পথ তৈরি করে ফেলেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতেই আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, উইকেট আছে কেবল ৫টি।

বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৮৭ রানে। টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি, দেশের মাঠে সর্বোচ্চ।

আয়ারল্যান্ড বৃহস্পতিবার দিন শেষ করে ৫ উইকেটে রানে ৮৬।

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ১৬৯ রানের সঙ্গে আর ২ রান যোগ করতে পারেন মাহমুদুল হাসান জয়, ৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতে পারেন মুমিনুল হক। দুর্দান্ত দুটি ডেলিভারিতে দুজনকেই ফেরান ব্যারি ম্যাককার্থি।

এরপর ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের দারুণ ডেলিভারিতে।

এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে আসে ৯৮ রান। ৮ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬০ রান করে লিটন বিদায় নেন হ্যারি টেক্টরের অসাধারণ ক্যাচে।

১৪ চারে শান্ত শতরানে পা রাখেন ১১২ বলে। ৩৮ টেস্টে তার অষ্টম সেঞ্চুরি এটি।

সেঞ্চুরি পরই শেষ হয় তার ইনিংস। এরপর আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। লিড তিনশ ছাড়িয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক।

১৭০ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ।

আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় দ্রুতই। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। ভালো খেলতে থাকা পল স্টার্লিংকে (৪৩) চোখধাঁধানো ক্ষিপ্রতায় রান আউট করেন শান্ত।

এরপর তাইজুল ইসলামের শিকার হেরি টেক্টর (১৮)। হাসান মুরাদের বলে সাদমান ইসলামের দারুণ ক্যাচে অল্পতেই ফেরেন কার্টিস ক্যাম্ফার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার একটু পর ফিরিয়ে দেন লর্কান টাকারকেও। নাইটওয়াচম্যান

প্রথম ইনিংসে ওপেন করা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এ দিন নামেননি ব্যাটিংয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ (ডি.) (আগের দিন ৩৩৮/১) (জয় ১৭১, সাদমান ৮০, মুমিনুল ৮২, শান্ত ১০০, মুশফিক ২৩, লিটন ৬০, মিরাজ ১৭, মুরাদ ১৬, হাসান ১৩*, নাহিদ ৪*; ম‍্যাককার্থি ১৭-৩-৭২-২, ইয়াং ১২-০-৫৪-০, ম‍্যাকব্রাইন ৩৯-৬-১৪১-১, নিল ১১-০-৬০-০, হামফ্রিজ ৪৩-১-১৭০-৫, ক‍্যাম্ফার ১০-০-৪৫-০, টেক্টর ৯-১-৩১-০))।

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, ম্যাকব্রাইন ৪*, হামফ্রিজ ৫*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, তাইজুল ১১-২-২৯-১, মিরাজ ৪-২-৬-০, মুরাদ ৩-০-৮-২)।