বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর বাড়ির ‘ইট সংগ্রহে’ এসে পুলিশ হেফাজতে কিশোর

 প্রকাশিত: ১৩:৫৭, ১৩ নভেম্বর ২০২৫

বঙ্গবন্ধুর বাড়ির ‘ইট সংগ্রহে’ এসে পুলিশ হেফাজতে কিশোর

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘ইট সংগ্রহে’ আসা ১৪ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা বলেছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটির অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়নি পুলিশের কাছে। তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার তারিকুজ্জামান।

তিনি বলেন, “সেখানে অনেক ধরনের মানুষ আছে, সিভিলিয়ান অনেকে আছে। সেখানে আসার পর তার জন্য হার্মফুল কিছু হতে পারে বিবেচনায় আমরা তাকে হেফাজতে নিয়ে এসেছি।

“পরে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে একজন কালেক্টর। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করা তার শখ। সে ময়নামতিসহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করেছে বলে জানতে পেরেছি। জুলাই সনদের কপিও তার সংগ্রহে রয়েছে, আজ ৩২ নম্বরে এসেছিল কালেক্ট করার উদ্দেশ্যেই।”

তার কাছে একটি ইট পাওয়া গেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “তার অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে তাকে দিয়ে দেওয়া হবে।

“ছোট মানুষ, পুলিশ হেফাজতে নেওয়ার পর একা ছেড়ে দিলে পথে আবার যদি কোনো সমস্যা হয়, তাই অভিভাবকরা আসলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

আটক কিশোর একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে বসবাস থাকে ছেলেটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যান্ট-কোট-টাই পরা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার ব্যাগে কেন ইট সেটি জানতে চাওয়া হয়। তখন বিভিন্ন জায়গা থেকে নানাকিছু সংগ্রহ করার কথা জানায় ওই কিশোর। ৩২ নম্বরের বাড়ি থেকে একটি ইট সংগ্রহে রাখার জন্যই নিয়েছে বলেও জানিয়েছেন ছেলেটি।

একপর্যায়ে লোকজনে ভিড় থেকে পুলিশের গাড়িতে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়।

গেল বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রমে নিষিদ্ধে থাকা আওয়ামী লীগ।

১০ থেকে ১৩ নভেম্বর সারাদেশে তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এমন প্রেক্ষাপটে ঢাকাজুড়ে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে এসে ‘পরিস্থিতি বিবেচনায়’ পুলিশি হেফাজতে যেতে হল ওই কিশোরকে।