বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার ২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আগাম পোস্টার সরিয়ে ফেলুন, দলগুলোকে সিইসি পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দৃষ্টান্তমূলক রায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের ‘মানবতাবিরোধী অপরাধ’: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

পর্যটন

সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

 প্রকাশিত: ২০:৩২, ১৩ নভেম্বর ২০২৫

সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

খুলনা, ১৩ নভেম্বর ২০২৫ (বাসস) : সুন্দরবন সংলগ্ন ঢাংমারী খালের তীরবর্তী লোকালয়ের পাশেই গড়ে ওঠা ইকো রিসোর্ট ঘিরে তৈরি হয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা।

পাশাপাশি স্থানীয় জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব রিসোর্টগুলো। এসব রিসোর্টের মালিক, উদ্যোক্তা এবং স্থানীয়দের মতে এই রিসোর্টগুলোর সঠিক পরিচালনা ও মান নিয়ন্ত্রণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পর্যটন নীতি প্রয়োজন।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সুন্দরবন সংলগ্ন ঢাংমারী খালের তীর ঘেঁষে ১৩টি বন থিমযুক্ত ইকো রিসোর্ট গড়ে উঠেছে। এগুলো দেশি-বিদেশি পর্যটকদের এখন প্রধান আকর্ষণ। গোলপাতা, কাঠ এবং বাঁশ দিয়ে  তৈরি অনন্য নকশা করা রিসোর্টগুলি দর্শনার্থীদের প্রাকৃতিক প্রশান্তির পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা দিচ্ছে। একসময় ভ্রমণের কষ্ট এবং সুযোগ-সুবিধার অভাবে পর্যটকরা এখানে আসতে চাইতো না। কিন্তু এখন বেসরকারি উদ্যোগে এসব ইকো রিসোর্ট তৈরি হওয়ায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনে ভ্রমণকারী পর্যটকরা এখন আরামদায়ক থাকার ব্যবস্থা উপভোগ করতে পারেন। একইসাথে এসব ইকো রিসোর্ট স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

সম্প্রতি সুন্দরবন ভ্রমণ করে আসা পর্যটক এম এ সাদি বাসসকে বলেন, আমি আমার ছেলে মোবাশ্বের আল-নাফিকে সাথে করে কয়েকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম।

সেখানে ঢাংমারি ইকো রিসোর্টে রাত্রি যাপন করেছি। ঢাংমারি ইকো রিসোর্টে পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেখানকার সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশ খুবই উপভোগ্য। রিসোর্ট থেকে নৌকায় করে সুন্দরবনের ভেতরে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে।

তিনি বলেন, বর্তমানে যাতায়াত ব্যবস্থাও সহজ হয়েছে। সব থেকে বড় সুবিধা হচ্ছে, খুলনা শহর থেকে বাইক যোগে মাত্র দেড় ঘণ্টায় ঢাংমারী ইকো রিসোর্টে পৌঁছানো যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন, বিশ্বজিৎ মন্ডল, সমীর মন্ডল ও সুদীপ্ত গাইন বাসসকে বলেন, আমাদের জীবন-জীবিকা সুন্দরবনের উপরই নির্ভরশীল ছিল। ফলে বৈধ অবৈধভাবে সুন্দরবনের সম্পদ থেকেই আমাদের জীবিকা আহরণ করতে হতো। কিন্তু এখন গ্রামে ইকো রিসোর্ট গড়ে ওঠায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এখন আর আমাদের সুন্দরবনের সম্পদ ধ্বংস করতে হয় না।

তারা বলেন, এসব রিসোর্ট ঘিরে গ্রামের পরিবেশও পরিবর্তিত হচ্ছে। মানুষ তাদের জীবন-জীবিকা ও সার্বিক কর্মকা-ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ও পিয়ালী ইকো রিসোর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল খান বাসসকে জানান, তিনি এবং তার স্ত্রী কবি আঁখি সিদ্দিকা সর্ব প্রথম ২০২১ সালে ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের কাজ শুরু করে ২০২২ সালে যাত্রা শুরু করেন। পরবর্তীতে একই এলাকায় ২০২৩ সালে পিয়ালী ইকো রিসোর্ট অ্যান্ড কালচারাল সেন্টার গড়ে তোলেন। ইরাবতী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাদের দেখাদেখি পরবর্তীতে অনেক উদ্যোক্তা এগিয়ে আসেন। বর্তমানে ঢাংমারি গ্রামেই ১৩ রিসোর্ট চালু রয়েছে। আগামী এক বছরের মধ্যে আরো সাতটি ইকো রিসোর্ট চালু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এসব ইকো রিসোর্ট সুন্দরবনের বাইরে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমিতে গড়ে উঠেছে।

সুন্দরবন কেন্দ্রিক ইকো রিসোর্ট শিল্পের উদ্যোক্তা কামাল খান বাসসকে বলেন, ইকো রিসোর্টে অন্যান্য সেক্টরের তুলনায় বিনিয়োগ কম। এখানে পরিবেশের ক্ষতিও কম।

এসব মাথায় রেখেই সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ইকো রিসোর্টের পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে একদিকে যেমন দেশি-বিদেশি পর্যটকরা অবস্থান করে খুব কাছ থেকেই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, পর্যটকদের খাবারের জন্য গ্রাম থেকেই বাজার করা হয়। সুন্দরবনে যাতায়াতের জন্য গ্রামের নৌকা এবং মাঝি, সড়কে যাতায়াতের জন্য যানবাহন গ্রামের লোকেরাই সরবরাহ করে থাকে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রিসোর্টগুলোতে একমাত্র ম্যানেজার ছাড়া অন্য সব স্টাফ গ্রাম থেকেই নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি রিসোর্টে কমপক্ষে ৮ থেকে সর্বোচ্চ ২০ জন পর্যন্ত জনবল রয়েছে। বর্তমানে এই গ্রামের দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়া গ্রামের শিশুদের হাতে খঁড়ির জন্য ইকো রিসোর্ট উদ্যোক্তারা ছোট ছোট পাঠশালা গড়ে তুলেছেন। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে সাংস্কৃতিক কর্মকা-ও পরিচালনা করা হচ্ছে।

কামাল খান বলেন, এসবের মূল উদ্দেশ্য পর্যটন শিল্পকে, বিশেষ করে সুন্দরবনকে পর্যটকদের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করা। পাশাপাশি গ্রামের মানুষের কর্মসংস্থানসহ তাদের বিভিন্নভাবে সম্পৃক্ত করা। এতে গ্রামবাসীর বিকল্প কর্মসংস্থান হওয়ায় সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমছে। ফলে সুন্দরবন অনেকাংশেই চাপমুক্ত থাকছে। এভাবেই আমরা সুন্দরবন কেন্দ্রিক একটি 'পর্যটন ভিলেজ' এবং 'হেলদি ভিলেজ' গড়ে তোলার স্বপ্ন দেখছি।